Tuesday, 9 June 2020

নিজ অর্থায়নে এান বিতারন করলেন অাওয়ামী সেচ্ছাসেবকলীগ রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি

নিজ অর্থায়নে এান বিতারন মেহেদী হাসান ইলিয়াসের "

কোভিট ১৯ নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে দেশ হতে দেশান্তর শহর হতে গ্রামে। এক দিকে অদৃশ্য শক্তির

 সাথে যুদ্ধ করতে হচ্ছে সমস্ত জাতি কে। মানব সেবায় যাদের লক্ষ সে ব্যাক্তি টি হলো বাংলাদেশ অাওয়ামী 


সেচ্ছাসেবকলীগ রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান (ইলিয়াস)। তার ব্যাক্তি গত অর্থায়নে অসহায় গরিব দুখি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এান সামগ্রী পৌঁছে দেন

। তিনি সাংবাদিক দের বলেন, নিজের জন্য রাজনীতি করি না গরিব অসহায় মানুষের জন্য রাজনীতি করি। নিজের জন্য অামার কোন চাওয়া পাওয়া নাই।সবার কাছে দোয়া চাই




 অাল্লাহ্ যেন সবাই কে হেফাজত করে। অার অামি যেন সারা জীবন মানুষের পাশে থাকতে পারি। 

এবং বাংলাদেশ অাওয়ামীলীগের মুখপাত্র সাবেক স্বাস্থ্যমন্ত্রী জননেতা মোহাম্মদ নাসিম এর রোগ মুক্তি জন্য সবার কাছে দোয়া চেয়েছে।


No comments:

Post a Comment