Tuesday, 9 June 2020

বিচার প্রার্থী হয়ে দ্বারে দ্বারে আজ দুর্বল কলমের নিফ ওয়ালা এক সাংবাদিকের বাড়ীতে সাদাছড়ি হাতে প্রতিবন্ধী

বিচার প্রার্থী হয়ে দ্বারে দ্বারে

আজ দুর্বল কলমের নিফ ওয়ালা
এক সাংবাদিকের বাড়ীতে 
সাদাছড়ি হাতে প্রতিবন্ধী 
আনোয়ার হোসেন উপস্থিত।

রায়গঞ্জ উপজেলার
আবুদিয়া মধ্যোড়ার 
মোঃ হাসান আলী শেখের 
পুত্র সে।

সাদাছড়ির প্রতিবন্ধী আনোয়ারকে
মেরেছে ঐ এলাকার জনপ্রতিনিধি 
আব্দুল কাদের মেম্বর।

ঘটনা মধ্য রমজানে

উপজেলা নির্বাহী কর্মকর্তা
পুলিশ এবং ধানগড়া ইউনিয়নের




চেয়ারম্যানের নিকট বিচর প্রার্থী হয়ে
অভিযোগ দিলেও বিচার পাচ্ছেন না বলে
জানান পিতানপুত্র।

স্থানীয়রাও এই মারপিটের
বিচার চান

কিন্তু জনপ্রতিনিধি বিষয়টি
অস্বীকার করেছেন।

ভিডিও 


No comments:

Post a Comment