Thursday, 4 June 2020

আসুন আমরা মানুষের পাশে দাড়াই,

শাহজাদপুর করোনা আক্রান্ত ৪ টি পরিবারের মাঝে ২৩ টি জরুরী পণ্য খাদ্যসামগ্রী উপহার পৌছে দিলাম।

শাহজাদপুর পৌরসভার দাবারিয়া গ্রামে ১ টি পরিবার , পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামে ১ টি পরিবার, খুকনী ইউনিয়নের কামালপুর গ্রামে ১ টি পরিবার ও একই ইউনিয়নের সোনতলা গ্রামে ১ টি পরিবারে মাঝে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

আক্রান্ত ব্যাক্তিদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের অজানা কথা গুলো। করোনা আমাদের অনেক কিছু চিনিয়ে দিচ্ছে৷

আমার ফেসবুক থেকে সংগ্রহীত টাকা ও শাহদজাদপুর উপজেলার নির্বাহী অফিসারের যৌথ উদ্যোগে আজকের খাদ্যসামগ্রী পৌছে দিলাম ।

চাল ৮০ কেজি, ডাল ৪ কেজি ,দুধ ৮ প্যাকেট, পেয়াজ ৮ কেজি,আলু ৫ কেজি, লিচু ২০০ পিচ, মাল্টা ২ কেজি ,লেবু ৩২ পিচ কুমড়ো ৪ পিচ,কুইয়ের শাক ৪ কেজি,টেড়শ ৪ কেজি,শশা ৪ কেজি, কাচা মরিচ ২ কেজি, বটবটি ২ কেজি, হুইল সাবান ৪ পিচ, হলুদ ৪ প্যাকেট, মরিচ গুড়া ৪ প্যাকেট, লবণ ৪ কেজি, লাক্স সাবান ৪ পিচ, প্যারাসুট ৪ পিচ,আটা ২০ কেজি, সোনালি মুরগী ৮ পিচ, চিড়া ৮ প্যাকেট, ভ্যান ভাড়া, বস্তা প্যাগ।


উপরের ১ থেকে ৫ নাম্বার উপজেলা প্রশাসন দিয়েছেন। আর নিচের ৬ থেকে ২৫ আমি ফেসবুক থেকে সংগ্রহীত টাকায় কেনা।মোট ৫ হাজার ৪৭ টাকা।





ধন্যবাদ উপজেলার নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা স্যার, প্রকল্প অফিসার আবুল কামাল, সাথে থাকার জন্য ধন্যবাদ সেলিম তাকুলদার ভাইকে।

বিশেষ ভাবে ধন্যবাদ ফেসবুক বন্ধুদের আপনাদের পাঠানো টাকা দিয়েই এই মানুষ গুলোর পাশে দাঁডাতে পেরেছি।আমি মাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি।


ধন্যবাদান্তে
মামুন বিশ্বাস

No comments:

Post a Comment